বাড়ছে অ’বৈধ শারীরিক স’ম্পর্ক, জড়াচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছা’ত্রীরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছা’ত্রী তিনি। ভালোবাসেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক ছাত্রকে। তাদের দুইজনের বাড়িই রংপুরে।

একই কলেজে পড়ার সুবাধে তাদের মধ্যে গড়ে উঠে প্রে’মের স’ম্পর্ক। সময় পেলেই একে অন্যের কাছে ছুটে যেতেন। এভাবেই তাদের এ ভালোবাসা গড়ায় শারীরিক স’ম্পর্কে।

এ বছরের শুরুতে তাদের সামনে নেমে আসে কালো ছায়া। প্রে’মিকা বুঝতে পারেন গ'র্ভধারণ করেছেন। তার বয়ফ্রেন্ডকে জানালে তিনিও চিন্তিত হয়ে পড়েন।

এমন ঘটনা জানাজানি হলে সমাজে ল'জ্জায় মুখ দেখাতে পারবেন না। এ অবস্থায় সি'দ্ধান্ত নেন গ'র্ভপাত ঘটানোর। দুজনই চলে আসেন ঢাকায়। স্বামী-স্ত্রী’ পরিচেয়ে ভর্তি করা হয় রাজধানীর স্বনামধন্য একটি হাসপাতা’লে।

কিন্তু তাতে বাদ সাধে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা কোনো ধরনের গ'র্ভপাত করান না। চোখে-মুখে অন্ধকার যেন ভর করছে তাদের ওপরে। কূলকিনারা না পেয়ে হাসপাতা’লেরই আয়া মাহফুজা খানমের দেয়া ঠিকানা মতে কল্যাণপুরের এক ক্লিনিকে যান। এ মাহফুজাই দালালের ভূমিকা পালন করেন ওই ক্লিনিকের।

কল্যাণপুরে এ ক্লিনিকে ২০ হাজার টাকার চুক্তিতে নাদিয়ার গ'র্ভপাত করানো হয়। গ'র্ভপাতের পর ওই প্রে’মিকা মা’রাত্মক স্বাস্থ্য ঝুঁ’কিতে পড়েন। প্রচুর র’ক্তক্ষরণের ফলে তিনদিনে ১০ ব্যাগ র’ক্ত দিতে হয় তাকে। শুধু এই প্রে’মিক জুটিই নন। এরকম হাজারো জুটি অনিরাপদভাবে গ'র্ভপাত ঘটান দেশে। শুধু অ’বৈধ গ'র্ভপাত নয়, স্বামী এবং স্ত্রী’র ভুলে গ'র্ভধারণ করা দম্পতিও গ'র্ভপাত ঘটাচ্ছে অহরহ।

এভাবে গ'র্ভপাত ঘটাতে গিয়ে কেউ কেউ মৃ’ত্যুর কোলে ঢলে পরেন। মৃ’ত্যুর কাছ থেকে ফিরে আসার অ’ভিজ্ঞতাও রয়েছে কারো। অনেকে আবার পরবর্তীতে আজীবনের জন্য মাতৃত্বের স্বাদ হারান। রাজধানীসহ দেশের আনাচে-কানাচে এমন অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যেখানে গ'র্ভপাত ঘটানো হচ্ছে। বেআইনি এ কাজ করেন হাতুড়ে ডাক্তার, নার্স এমনকি ক্লিনিকের আয়া।

বৈধতা না থাকায় গ'র্ভপাত করাতে তাদের গু'নতে হয় বড় অ'ঙ্কের টাকা। অথচ দেশের আইনে গ'র্ভপাত দ’ণ্ডনীয় অ’প’রাধ। বাংলাদেশে বছরে কত সংখ্যক গ'র্ভপাত হয় তার একটি জ’রিপ করছে যু’ক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গু'তম্যাকার ইনস্টিটিউট। বাংলাদেশে তাদের স'ঙ্গে গবেষণার কাজটি করেছে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাব'রশন বাংলাদেশ (বাপসা)। তারা মাঠপর্যায়ে গ'র্ভপাতের ওপর একটি জ’রিপ চালায়। গু'তম্যাকার ইনস্টিটিউট চলতি বছরের মা’র্চে তা প্রকাশ করে।

এ জ’রিপে বলা হয়েছে, ২০১৪ সালে ১১ লাখ ৯৪ হাজার অনিরাপদ গ'র্ভপাত হয়েছে। এ হিসাবে গড়ে দিনে ৩ হাজার ২৭১টি গ'র্ভপাত করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ১৪ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে বছরে হাজারে ২৯ জন গ'র্ভপাত করান। গ'র্ভপাতের হার খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি। চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*