
সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু’ ঘিরে বিহার ও মুম্ব’ই পু'লিশের সং’ঘা’ত চরমে। বিহার পু'লিশ দাবি করছে মুম্বই পু'লিশ ত’দ’ন্তে সহযোগিতা করছে না।






আবার মুম্বই পুলি’শের দাবি, বিহার পু'লিশ কোনও নিয়ম মানছে না! এরইমধ্যে বিহার পু'লিশের ডিজিপি অ’ভিযোগ করেছেন, মুম্বই পু'লিশ ত’দন্তে সুশান্তের অর্থনৈ’তিক বি’ষয়’টিই খতিয়ে দেখছে না।






বিহার পু'লিশের দাবি, গত চার বছরে অ’ভিনেতার অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকা জমা পড়ে। গত এক বছরেই ওই অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছিল ১৭ কো’টি টাকা!






বিহার পু'লিশের দাবি, “সুশান্তের অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় ৫০ কোটি টাকা। কিন্তু আশ্চর্যজন’কভাবে তা থেকে তুলে নেওয়া হয়েছিল প্রায় সব টাকাই। গতবছর ওই অ্যাকাউন্ট জমা পড়েছিল ১৭ কোটি, তার থেকে ১৫ কোটি টাকা তুলে নেওয়া হয়।






এটা কি ত’দন্তের ক্ষেত্রে একটা দিকনির্দেশক নয়? বিহার পু'লিশ এই বি’ষয়টি নিয়ে ত’দন্তের গভীরে যাব'’ে। তারা প্রয়োজনে মুম্বই পু'লিশের কাছেও জানতে চাইবে, কেন এমন একটি বি’ষয়কে গু'’রুত্ব দিয়ে দেখা হল না?






তাছাড়া বিহার পু'লিশের ডিজিপি অ’ভিযোগ করেন, ত’দন্তের জন্য রবিবার রাতে বিহার পু'লিশের আইপিএস অফিসার বিনয় তিওয়ারি মুম্বই পৌঁছন। এরপরই তাঁকে বহন্মমুম্বই পুরসভার তরফে জোর করে কোয়ারেনটিন করা হয়েছে!






অন্যদিকে সাংবাদিক বৈঠকে মুম্বইয়ের পু'লিশ কমিশনার পরমবীর সিংহ দাবি করেন, সুশান্তের অর্থনৈতিক চাপ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর অ্যাকাউন্ট সংক্রা'’ন্ত তথ্যাদি খতিয়ে দেখা হয়েছে।
পু'লিশ কমিশনার বলেন, ‘ত’দন্তে নেমে জানতে পারি, সুশান্তের অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা ছিল। তার মধ্যে এখনও সাড়ে চার কোটি টাকা অ্যাকাউন্টেই পড়ে রয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে সরাসরি রিয়ার অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়নি। বি’ষয়টি খতিয়ে দেখছি আমর'’া।’
Leave a Reply