
মেহেরপুরের গাংনীর হুদাপাড়া গ্রামের পৃথক স্থান থেকে স্বামী, স্ত্রীর মর'দে'হ উ'দ্ধার করেছে পু'লিশ। বুধবার (২৬ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে সাবিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুর র'ক্তাক্ত মর'দে'হ উ'দ্ধার করা হয়। পরে দুপুর ১টার দিকে স্বামী বিদ্যুত হোসেনের ঝুলন্ত মর'দে'হ গ্রামের একটি বাঁশবাগান থেকে উ'দ্ধার করা হয়।
সাবিনা খাতুন কুমা'রীডা'ঙ্গা গ্রামের মৃ'ত আব্দুস সাত্তারের মেয়ে। বিদ্যুত হোসেন হুদাপাড়া গ্রামের দিনমজুর ওলি আহম্মেদের ছেলে।
জানা যায়, ঘরের মেঝেতে ভারি পাথর ও বিছানায় র'ক্তের ছোপ ছোপ দাগ দেখে পু'লিশের ধারণা সাবিনাকে পাথর দিয়ে মাথায় আঘা'ত করে হ'ত্যা করার পর পরই স্বামী বিদ্যুত হোসেন গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, মাস খানেক আগে গাংনীর কুমা'রীডা'ঙ্গা গ্রামের মৃ'ত আব্দুস সাত্তারের মেয়ে সাবিনা খাতুনের সাথে হুদাপাড়া গ্রামের দিনমজুর বিদ্যুত হোসেনের বিয়ে হয়। এটি সাবিনার দ্বিতীয় আর বিদ্যুতের পঞ্চম বিয়ে। বিয়ের পর থেকে সাবিনা বিদ্যুতের মাঝে চলছিল দাম্পত্য কলহ। স'প্তাহ খানেক আগে বিদ্যুত তার স্ত্রী সাবিনাকে তার পিতার বাড়িতে রেখে আসে।
ম'ঙ্গলবার বিকেলে সাবিনা ও তার ভাই স্বামির বাড়িতে চলে আসে। সন্ধ্যায় সাবিনা ও তার ভাইকে মা'রধর করে বিদ্যুত। রাতেই সাবিনার ভাই নিজ বাড়িতে চলে গেলেও সাবিনা থেকে যায় স্বামীর বাড়ি। ভোরে বিদ্যুত ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে সটকে পড়ায় প্রতিবেশিদের সন্দে'হ হয়। পরে লোকজন ওই বাড়িতে গিয়ে সাবিনার লা'শ দেখতে পেয়ে পু'লিশে খবর দিলে মর'দে'হ উ'দ্ধার করে। পরে দুপুর ১টার দিকে হুদাপাড়া গ্রামের মাঠের একটি বাগানের আম গাছে ঝুলন্ত অবস্থায় বিদ্যুতের মর'দে'হ দেখে পু'লিশে খবর দেয়া হয়েছে।
স্থানীয় হেমায়েতপুর ক্যাম্প পু'লিশের এসআই মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সাবিনার নিথর দে'হ খাটের উপর পড়ে আছে। র'ক্তাক্ত বিছানার পাশেই রয়েছে পাথরের একটি ভারী বস্তু। তাতেও র'ক্ত লেগে আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘু'মন্ত অবস্থায় ওই পাথর দিয়ে সাবিনার মাথায় আঘা'ত করে হ'ত্যা করা হয়েছে। পরে বিদ্যুতকে খুজে পাওয়া যাচ্ছিলনা। স্থানীয়রা দুপুরে বিদ্যুতের ঝুলন্ত মর'দে'হ দেখতে পেয়ে আমা'রদের জানালে মর'দে'হ উ'দ্ধার করেছি।
গাংনী থানা ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গৃহবধু সাবিনার মর'দে'হ ময়নাত'দন্তের জন্য মর'্গে প্রেরণ করার প্রক্রিয়া শেষ করতেই বিদ্যুতের মর'দে'হ দেখেছে বলে স্থানীয়রা আমাকে সংবাদ দিলে ঘটনা স্থলে গিয়ে বিদ্যুতের মর'দে'হ উ'দ্ধার করা হয়েছে। দুজনের মর'দে'হ ময়না ত'দন্তের জন্য মেহেরপুর মর'্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply