অল্পের জন্য রক্ষা,ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের ওপর ভেঙে পড়লো বিলবোর্ড!

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ফরিদপুরের ভা'ঙ্গা উপজে'লায় দুই বাসের ওপরে একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিলবোর্ডটি বাস দুটি ওপর আছড়ে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশের একটি মা'র্কেট। যেখানে শতশত লোকের আনাগোনা রয়েছে।

জানা গেছে, অত্যাধুনিক হাইওয়ে এক্সপ্রেসের ভা'ঙ্গা চৌরাস্তা একটি দৃষ্টিনন্দন স্থান। প্রতিদিন এখানে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ ও দূর-দূরান্তের পর্যটক ভিড় জমান। এই সড়কটির চারপাশে বিভিন্ন ভবনের ছাদে অ'পরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে শতশত বিলবোর্ড। সামান্য বাতাসেই মাঝেমধ্যে এসব বিলবোর্ড ভেঙে পড়ার নজির রয়েছে।

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর আগে আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজে'লা প্রশাসন ও পৌরসভাকে নির্দেশনা দিয়েছিলেন অ'পরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অ'পসারণের জন্য। সে নির্দেশনা সম্পূর্ণভাবে তা না মানায় দিনদিন বিলবোর্ডের সংখা বেড়েই চলেছে।

ভা'ঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান বলেন, প্রচণ্ড ঝড়ো বাতাসে বড় একটি বিলবোর্ড দুই বাসের ওপর ভেঙে পড়ে। এতে বাস দুটির ক্ষ'তি হলেও কোনো 'হতা'হতের ঘটনা ঘটেনি।

ভা'ঙ্গার ইউএনও মো. আজিম উদ্দিন বলেন, অবৈ'ধ, অ'পরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অ'পসারণের জন্য এরই মধ্যে হাইওয়ে পু'লিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের বিরু'দ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*