ওঠা হলো না স্বপ্নের ঘরে, সিত্রাংয়ের তাণ্ডবে পুরো পরিবার নিয়ে যেতে হলো কবরে

সিত্রাংয়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিনজনের মৃ'ত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের চলছে শোকের মাতম। নি'হতদের শেষবারের মতো একবার দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন আ'ত্মীয়-স্বজনরা।

সোমবার (২৪ অক্টোবর) রাতে কুমিল্লার না'ঙ্গলকোট উপজে'লার হেসাখাল ইউনিয়নের খামা'রপাড়া গ্রামে ঘরের ওপর গাছ পড়ে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ের মৃ'ত্যু হয়। নি'হতরা হলেন- উপজে'লার খামা'রপাড়া গ্রামের আব্দুর র'শিদের ছেলে নেজাম হোসেন, তার স্ত্রী শারমিন আক্তার সাথী এবং তাদের মেয়ে নুসরাত জাহান লিজা।

বি'ষয়টি নিশ্চিত করে না'ঙ্গলকোট থানার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সোমবার রাতে খাবার খেয়ে ঘু'মাতে গিয়েছিলেন মালয়েশিয়া থেকে ছুটিতে আসা নেজাম, তার স্ত্রী সাথী ও মেয়ে নুসরাত। রাত ১০টার দিকে হঠাৎ ঝড়ে কড়ই গাছ উপড়ে তাদের ঘরের ওপর পড়ে। এতে চাপা পড়ে তারা গু'রুতর আ'হত হন। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে করাত দিয়ে গাছটি কে'টে তাদের উ'দ্ধার করে না'ঙ্গলকোট উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃ'ত ঘোষণা করেন।

এ বি'ষয়ে হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুম'দার বলেন, নি'হত নেজাম ২ হাজার ২০০ বর্গফুটের একটি বিল্ডিং নির্মাণ করেছিলেন। আগামী শুক্রবার ওই ঘরে তাদের ওঠার কথা ছিল। কিন্তু ভাগ্যের নি'র্মম পরিহাসে সেই ঘরে ওঠার আগেই পরিবার নিয়ে দুনিয়া ছাড়লেন। এটি অত্যন্ত দুঃখজনক। আল্লাহ যেন তাদের জান্নাত নছিব করেন এই দোয়াই রইলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*