তারা নিজের ইচ্ছাতেই শাকিব খানের কাছে যাচ্ছেন: সুবাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত নাম মডেল মডেল-অ'ভিনেত্রী হু’মায়রা সুবাহ। চলচ্চিত্রের কাজের বাহিরে নিজের ব্যক্তিগত জীবনকে ঘিরেই বেশী সংবাদের শিরো'নাম হন তিনি। ক্রিকেটরা নাসিকে কেন্দ্র করে ক্যারিয়ায়ের শুরু দিকে ভাইরাল হন। এরপর স'ঙ্গীতশিল্পী ইলিয়াসকে বিয়ে ও বিচ্ছেদে ফের আলোচনায় আসেন।

এদিকে আগামী শুক্রবার (২১ অক্টোবর) ‘বসন্ত বিকেল’ নামে সুবহার অ'ভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। সেই সিনেমা'র প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ফাঁ'কে ঢাকাই সিনেমা'র শীর্ষ নায়ক শাকিব খান প্রস'ঙ্গে দেশের একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সুবাহ বলেন, ‘আমি মনে করি শাকিব খান আমা'দের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তার কাছে যারা যাচ্ছে তারা জেনে-বুঝেই যাচ্ছে, নিজের ইচ্ছাতেই যাচ্ছে। এমন তো না যে শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন। ’

শাকিবকে সম্মিলিতভাবে আ'ক্রমণ করার ঘোর বিরোধী এই নবাগতা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ 'হতেই পারে, ডিভোর্স 'হতেই পারে। শাকিবকে সবাই আ'ক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই 'হতাশাজনক একটি ব্যাপার। ’

সুবহা আরো বলেন, ‘আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগু'লো বা সেই আর্টিস্টগু'লো―তাদের তো জোর করে নিয়ে গিয়ে আট'কিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছে। তারা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আবার দর্শক শাকিবকে ভিকাটম বানাচ্ছে। আমি মনে করি দোষ থাকলে দুজনারই আছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা তাদেরই শেষ করা দরকার।’ শাকিবের প্রেমে পড়েছেন কি না―এমন প্রশ্নের জবাবে সুবহা বলেন, ‘মিডিয়াতে আমি কখনো কারো প্রেমে পড়িনি, একমাত্র সালমান খান ছাড়া। ’

শাকিবের স'ঙ্গে অ'ভিনয়ের সুযোগ এলে করবেন কি না―এমন প্রশ্ন করা হলেই সুবহা সরাসরি বললেন, ‘হ্যাঁ, অবশ্যই। শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমা'র কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করব। করব না কেন?’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*