নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের জনপ্রিয় টেলিভিশন অ'ভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত মর'দে'হ উ'দ্ধার করা হয়েছে। আজ রোববার (১৬ অক্টোবর) সকালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাড়ি থেকে তার মর'দে'হ উ'দ্ধার করে স্থানীয় পু'লিশ। মৃ'ত্যুকালে হয়েছিল ৩০ বছর।

ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। ইন্দোরের বাড়িতে গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পু'লিশ।

পু'লিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে সু'ইসাইড নোট উ'দ্ধার করা হয়েছে। তাতে প্রেমের সম্পর্কের চড়াই-উৎরাইয়ের কথা জানিয়েছেন। অ'ভিনেত্রী কেনিয়ার চিকিৎসক অ'ভিনন্দন সিংয়ের স'ঙ্গে সম্পর্কে ছিলেন। গত বছরের এপ্রিলে বাগদান সারেন তারা।

উল্লেখ্য, স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অ'ভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বৈশালী। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর' কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’, ‘বি'ষ ও অমৃ'ত’-এর মতো শোয়ে কাজ করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*