
হালের জনপ্রিয় অ'ভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি তাকে ও নায়ক শাকিব খানকে জড়িয়ে নানা গু'ঞ্জন শোনা যাচ্ছে ঢালিপাড়ায়। যা বারবারই উড়িয়ে দিচ্ছেন পূজা। তবুও যেন থেমে নাই চলতি এ গু'ঞ্জন। এসব বি'ষয় নিয়ে তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফে'সবুকে ভক্তদের উদ্দেশ্যে দীর্ঘ এক স্ট্যাটাস দেন পূজা চেরি। ম'ঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে এ স্ট্যাটাস দেন তিনি।
তার সেই পোস্টটি বিডি২৪লাইভের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধ’রা হলো- ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অ'ভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমা'র চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।
কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমা'র নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গু'ঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফে'সবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বি'ষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের স'ঙ্গে আমা'র কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।
কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বি'ষয়টি আমি ভীষণ বির'ক্ত। আমা'র মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।
যারা আমাকে নিয়ে মিথ্যে গু'ঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমা'র স্টেটমেন্ট ছাড়া আমা'র নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গু'ঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি – দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্র'দ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার ম'ঙ্গল ও শুভবু'দ্ধির উদয় হোক।
Leave a Reply