বুবলীর সন্তানের বাবা তাহলে কে?

ঢাকাই সিনেমা'র জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমীন বুবলী ফে'সবুকে প্রকাশ করেছেন নিজের বেবি বাম্পের দুটি ছবি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমা'র জীবনের স'ঙ্গে আমি। আমেরিকা ফিরে দেখা।’

এরপর থেকেই সিনেমাপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকদিন থেকেই মিডিয়াতে চাউর হয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অ'ভিনেত্রী। তাহলে কি সেই গু'ঞ্জনের ডালপালা মেলে সত্যি হলো অবশেষে।

বুবলীর ছবিগু'লো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি পোস্ট করে অনেকেই দাবি করছেন, ঢালিউডের নায়ক শাকিব খানকে বিয়ে করেছেন বুবলী। হয়েছেন কন্যার মা।

আমেরিকার একটি হাসপাতালে সন্তান জন্ম দেন বলে খবর রটেছিল। বুবলীর পোস্ট করা ছবি দেখে নতুন গু'ঞ্জন ছড়িয়েছে, বছরখানেক আগে শাকিবের সন্তানের মা হওয়ার গু'ঞ্জনই হয়তো সত্যি।

এতদিন মা হওয়ার খবর আড়াল করে রেখেছিলেন এই অ'ভিনেত্রী। কিন্তু সম্প্রতি শাকিবের স'ঙ্গে বনিবনা না হওয়ায় সন্তানকে প্রকাশ্যে আনার সি'দ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় এই অ'ভিনেত্রী। তাহলে কি বুবলীর জীবনেও অ'পু বিশ্বা'সের ঘটনার পুনরাবৃত্তি 'হতে যাচ্ছে এমন প্রশ্নই উঠেছে চারদিকে। ২০১৭ সালে এপ্রিলে একটি টেলিভিশন লাইভে ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসেন অ'পু বিশ্বা'স।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*