
কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য ক’রতে পারে না। আপনি যে কোনও অষুধের দোকানে বা মুদির দোকান থেকেও কর্পূরের ট্যাব'লেট কিংবা গু'ড়া কিনে আনতে পারেন। একটি কর্পূরের টুকরা একটি ছোটো পাত্রতে রেখে সেটি পানি দিয়ে পূর্ণ করুন।
এর পর এটি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাব'ে। দু’দিন পর পাত্রের পানির পরিবর্তন করুন। পাত্রে রাখা আগের পানি ফে’লে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপ’ড়ের উপদ্রব থেকেও মু’ক্তি পাবেন।
লেবু ও লব'ঙ্গ:একটি লেবু দুই টুকরা করে কে’টে নিন। এর পর কা'টা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটা করে লব'ঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লব'ঙ্গের পুরোটা গেঁথে
শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে লব'ঙ্গ গেঁথে দিন। এর পর লেবুর টুকরাগু'লো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন।
Leave a Reply