বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি!চোখে জল চলে আসার মত কিছু কথা

একজন বাবা পৃথিবীর এমন এক নেয়ামত, যিনি সারাজীবনের কষ্টার্জিত ম'হা'মূল্যবান সম্পদগু'লো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন।যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে

ধারণ করে থাকেন; তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন।

পৃথিবীটা ততক্ষণই সু্ন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ ‘বাবা’ নামক সত্বার ছায়া মাথার উপর বিরাজমান থাকে।
তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন। চলে গেলে তাঁদের জন্য দু’হাত তুলে দু’আ করুন।আল্লাহ তা’আলা সকলের মা-বাবাকে সুখে-শান্তিতে রাখু'ন

এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর, যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*