সত্যরাজ (কাটাপ্পা) মেয়ের রূপ ও গুন হার মানাবে বলি সুন্দরীদের,তুমুল ভাইরাল ছবি

আমা'দের মাঝে দক্ষিণী ছবি এবং তাদের অ'ভিনেতারা বেশ পরিচিত, তা বলাই বাহুল্য। বাহুবলি ছবির সূত্র ধরেই দক্ষিণী অ'ভিনেতা সত্যরাজ এক বিপুল জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দরবারে।

ছবিতে কা'টাপ্পার চরিত্রে অ'ভিনয় করেছিলেন তিনি। আর বলাই যায় এই চরিত্র দর্শক মাঝে তাকে মনে রেখে দেওয়ার অন্যতম কারণ। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য অ'ভিনেতা সত্যরাজ। সবমিলিয়ে দেখতে গেলে প্রায় ২০০’টির উপর ছবিতে অ'ভিনয়

করেছেন তিনি। উল্লেখ্য, বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’এ শাহরুখ খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল সত্যরাজকে। জন্মসূত্রে তার নাম রা'ঙ্গারাজ সুব্বা। তবে পরে অ'ভিনয় জগতে আসার পর নিজের নাম পরিবর্তন করে সত্যরাজ রাখেন তিনি। সত্যরাজ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রযোজক মাধ্যমপট্টি শিবকুমা'রের ভাইয়ের মেয়ে মাহেশ্বরীকে বিয়ে করেছিলেন।

তাদের মেয়েও নাম দিব্যা। তবে তিনি কোনভাবেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির স'ঙ্গে যুক্ত নন। ফিল্ম ইন্ডাস্ট্রির উপর তার কোনো আগ্রহ কিংবা আকর্ষন নেই। তিনি পেশায় একজন সমাজসেবী। তার নিজস্ব একটি সংস্থাও রয়েছে।উল্লেখ্য, সত্যরাজের মেয়ে দিব্যা তিনি পেশাগতভাবে একজন নিউট্রিশনিস্ট। এর পাশাপাশি তিনি একজন সমাজসেবীও বটে। তিনি মা'দ্রাস বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পর ইউএসএ থেকে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*