নাসির-ইলিয়াসকে ভুলে ফের নতুন সম্পর্কে সুবাহ

ক্রিকেটার নাসিরকে ঘিরে আলোচনায় আসেন মডেল শাহ হু’মায়রা সুবাহ। নাসিরের স'ঙ্গে সম্পর্ক রয়েছে এমন দাবি করে বেশ বিতর্কের ‍সৃষ্টি করেন তিনি।

এরপর সময়ের স'ঙ্গে স'ঙ্গে নাসিরকাণ্ড শেষ করে গত বছরের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের ক’দিন পরই শুরু হয় নানান ইস্যু নিয়ে কলহ। একে-অ'পরের বিরু'দ্ধে বিভিন্ন অ'ভিযোগ তোলেন। মাস না পেরোতেই ভাঙন ধরে সম্পর্কে।

শুধু তাই নয়, ইলিয়াস ও সুবাহ একে-অ'পরের বিরু'দ্ধে মা'মলাও দায়ের করেছেন। সেই মা'মলা এখনো চলমান রয়েছে। এর মধ্যেই জানা গেল, নতুন সম্পর্কে জড়িয়েছেন সুবাহ।

ইলিয়াসের স'ঙ্গে সম্পর্কের তীক্ততা ভুলে নতুন পুরুষে মন দিয়েছেন সুবাহ। তিনি নিজেই সেটা স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) ফে'সবুকে সুবাহ স্ট্যাটাস দেন, ‘ইন আ রিলেশনশীপ’। স'ঙ্গে একটি হার্ট ইমোজি ও ‘এস’ অক্ষরটি উল্লেখ করেন।

এ নিয়ে মুহূর্তেই তার অনুসারীদের মধ্যে কৌতুহল ছড়িয়ে পড়ে। কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন করেছেন, ‘আবার?’ জবাবে সুবাহ লেখেন, ‘কেন, কোনো বাধা আছে নাকি বলো?’

এছাড়া গণমাধ্যমের কাছেও সম্পর্কের বি'ষয়টি স্বীকার করেছেন সুবাহ। বলেছেন, ‘হ্যাঁ প্রেম করছি। এটা সত্য। তবে কার স'ঙ্গে করছি, সেটা এখনই জানাব না। একদম বিয়ে করে বাচ্চা হলে তারপর জানাব।’

ইলিয়াসের আগে ক্রিকেটার নাসির হোসেনের স'ঙ্গে সম্পর্ক ছিল সুবাহর। মূলত নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের স'ঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*